
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলে পড়ানোর বদলে শরীর ম্যাসাজ করাচ্ছেন শিক্ষিকা। তাও আবার ছাত্রদের দিয়ে। শুনে অবাক হলেও এটাই ঘটেছে বাস্তবে। ঘটনাটি উত্তরপ্রদেশের।
সম্প্রতি সে রাজ্যের মোরাদাবাদের একটি স্কুলের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে, স্কুল চলাকালীন ছাত্রদের দিয়ে ম্যাসাজ করাচ্ছেন শিক্ষিকা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও। নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াজুড়ে। শিক্ষিকাকে স্কুল থেকে বরখাস্তের আবেদন জানিয়েছেন নেটিজেনরা।
ঠিক কী ঘটেছিল? প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফাঁকা জায়গায় একজন শিক্ষিকা একটি চেয়ারে আরাম করে বসে আছেন। তার পরনে লাল রঙের পোশাক। সামনে টেবিলে খোলা বই। দুই ছাত্র তাঁর ঠিক পাশে দাঁড়িয়ে কাঁধে ম্যাসাজ করে দিচ্ছে। বাকি ছাত্ররা মেঝেতে বসে পড়ালেখায় ডুবে রয়েছে। দূর থেকে পুরো বিষয়টি কেউ ভিডিও করেন। এরপর সেটি পোস্ট করে দেন এক্স হ্যান্ডেলে।
জানা গিয়েছে, ঘটনাটি মোরাদাবাদের ঠাকুরদ্বারা চুঙ্গির প্রাথমিক বিদ্যালয়ের। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। স্কুলের তরফে জানানো হয়েছে, ওই শিক্ষিকা স্কুল চলাকালীন শিক্ষার্থীদের না পড়িয়ে অন্য কাজ করছিলেন। সেই কাজ এমনকি পড়াশোনা সম্পর্কিতও নয়। তাঁর এই আচরণ অত্যন্ত লজ্জাজনক যা তাঁর স্কুলে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
মোরাদাবাদের এই ভাইরাল ভিডিওটি জনসাধারণের কাছে বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সূত্রে খবর, অনেক অভিভাবক ক্ষুব্ধ হয়েছেন বিষয়টি জানার পর। প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেক নেটিজেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই ওই শিক্ষিকাকে বরখাস্তের দাবি করছেন। অনেকে এমনও বলছেন, এসব সামনে আসার পর কোন ভরসায় সন্তানদের ওই স্কুলে পড়তে পাঠাবেন অভিভাবকেরা। এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে সেটা যেন স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করে।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও